দেহটা নিঃশেষ হয়ে যখন অন্তিম যাত্রার পথযাত্রী
চক্ষু তখনও আপন খোঁজে বেঁচে থাকার অভিপ্রায়।
মৃত্যু কি আর চোখের ক্ষিদে বুঝে
নিঃশব্দে নিশীথে করে যায় বিধেয় প্রাণবধ!


কিছুই থাকে না থেমে এই নীলগ্রহে
কত রঙীন স্বপ্ন নিখোজ নির্মল মৃত্যুর আগমনে
অসহায় ক্ষনিকের এই জীবন দ্বারে
মৃত্যু তোমায় অভিবাদন!