এ অপেক্ষার শেষ কোথায়
হয়তো আছে নয়তো নেই।
ভালো থেকো বল্লেই কি ভালো থাকা যায়
মন যেখানে সুর তোলে, পাখিরা গান গায়
অভাগার এ সুরে ফাটল ধরে
পাখিরা উড়ে যায়।
অপেক্ষার প্রলয় ভেঙে সে এসেছিল,আমার না শোনা কথা গুলে বলতে
আবার হারিয়েও গেল দূর নক্ষত্রে,আমায় একলা করে।
সে নিয়ে এসেছিল একরাশ সোনালী হাসি,বেধেছিল শব্দগুচ্ছ কবিতার মতো করে
তা কি যথেষ্ট ছিলনা প্রেমিকের মন কেড়ে নিতে?
যে হাতটা স্বযত্নে রাখবে তা তো পুড়বেই
যেখানে মনটা স্থিতু হবে,সেখানে তো হৃদয়টা টুকরো হবেই
এইতো প্রকৃতির নিয়ম।
কেটে যায় কত বেলা,কত উদাসীন প্রহর
একই আকাশে উড়লেও তারা গুলোর গন্তব্য ভিন্ন
অথচ কত সুর বাজে,কত নৃত্য একই গানের তালে।
বহুদিন পর তারা গুলো নিভে গেলেও অপেক্ষালয়ের প্রেম বেঁচে থাকবে চিরকাল
প্রেমের ভুবনের অমর বাণী হয়ে ধরা দিয়ে বলবে
'তোমরা ভুলে গেলেও,প্রেম তোমাদের ভুলবে না'।