যদি মুছে ফেলতে পারতাম-
তথা কথিত এ দোষী জীবন থেকে
ফিরে যেতে পারতাম সেই অবুঝ শৈশবে
বদলে ফেলতাম জীবনের কত হিসেব-নিকেশ।
এইটুকুতেই যখন ক্লান্ত,তিক্ত এ জীবন হয়তো আর ফিরে চাইবো না,
একবার যদি বরাদ্দ পেতাম
ফিরে যেতাম অতীত জীবনে
এড়িয়ে চলতাম কত বহুরূপী মানুষ কে,বদলে নিতাম জীবনের মানে।
অন্য কারও ভর করে ফিরে আসতাম অন্য বাস্তবতায়
জীবনের জটিল পত্রখানাকে শাণিত করতাম চেতনায়
আবারও ফিরে আসতাম ভালোবাসার পূর্ণতায়।
জীবনটাও বেশ অদ্ভুত
শুরুতে খুব আগলে রাখে
এরপর যখন বাচতে শেখায় ঠিক তখনই ঠেলে দেয় বাস্তবতায়
যা কিনা রিক্ত,অন্ধ আর অসহায় বাঁধে।
আজও বারবার ফিরে যেতে চায়
যদি ষোলতেই আটকে দিতে পারতাম,
ওপথে পা বাড়ায় না,সরলে কাউকে বিশ্বাস করতে নেই
তবে আজ হতাম না উদাসী স্বপ্নবাজ,ছন্নছাড়া।