তাকে লেখা শেষ চিঠিটা
আটকে আছে ডাকঘরে
প্রতি মুহূর্তের প্রতি কল্পনায়
সে গান ছুয়ে যায় মনের সুরে।
সে আকাশে ভেসে চলে নীলে নীলে
তার আচল রংধনু হয়ে মেঘেতে ভাসে
যার হাসিতে মুক্তা ঝরে,অপরুপে
আমি মুক্ত জল হয়ে তার রুপেতে ভাসে।
সে একগুচ্ছ গোলাপ হয়ে
রাঙিয়ে দেয় রক্তিমা গোধূলি
তার নিরবতায় রুপালী হয় চাঁদনী
দক্ষিণা হাওয়ায় তার প্রতিটি চুলের ভাজে
হয়ে উঠে অন্ধকার রজনী।
যখন রাতের আকাশে ফোটে মিটিমিটি তারা
নিটল চোখের অন্তরালে পাই তার দেখা
তার আখিতে অতৃপ্ত কত স্বপ্ন চাওয়া
বাধভাঙ্গা সে স্বপ্ন ভোরের রবি আর সন্ধ্যের আবিরে পাওয়া।