তুমি এসেছিলে বর্ষার বৃষ্টি হয়ে
কালো মেঘের ভেলায় চড়ে
তবে কেনো ঝরে পড়োনি
ভালোবাসার স্নিগ্ধতায় আমায় ভেজাতে?
কদমের মতো ফুটলে তুমি
তবু রয়ে গেলে শেওলার মতো স্যাঁতস্যাঁতে,
শাপলার মতো জীবন্ত প্রাণ নিয়ে আমি
ছুটে যাই তোমার কাছে,
তোমার মায়া এতোটাই পিচ্ছিল
যা ধরা-ছোঁয়ার বাইরে আমার কাছে।
তুমি আবারও এসেছিলে
কৃষ্ণচূড়ার মতো রঙ্গিন হয়ে
রক্তভেজা লাল টগবগে এক রুপসী
যার দিকে চোখ ফেরানো
আমার দুই নয়নের সাধ্যের বাহিরে।
কেন এতো অবহেলা
বর্ষায় ভেসে যাওয়া কালো মেঘ বলে??
জানি তুমি আসবে আবার
শরতের বাতাস বয়ে
এসো তুমি,অপেক্ষায় রহিলাম।
জানি তুমি আসবে না,
তবুও মিছে এ অভিমান!!