ধোয়াশায় ঢাকা চারশিকে জানালায় 
সন্ধ্যের আলোয়,
ওই কাটকুটি খেলা রুক্ষ মূখে অবয়ব,
উশকো দাড়িতে জমে থাকা সিগারেটের ছাই আর ভালোবাসা মিশ্রিত ধুলো,
আমার চোখে সে বিশ্বমানব।


ধূসর দেয়ালে আকা কত চিন্তা অদৃশ্য,
কত ক্লেশ জমে থাকে সে মাকড়সার জালে,
কত আবেগ,কত অনূভুতি
কত কিছু যে জমে স্থীর হয়ে আছে ওই হলুদ রঙা চোখে,
তার হিসেবে কোনো যোগ হয় না,হয় না গুন ভাগ বিয়োগ।


তার চার দেয়াল থেকে শুধু বেরিয়ে আসে কষ্টভোগ,উপযোগ ও নরকভোগ।


জীবনের সব মাত্রাও যেন তার ধোয়াশাময় 
কুন্ডলীর ন্যায় আবছা ও অস্পষ্ট।