এই মেঠো পথের সাক্ষী তুমি
সাক্ষী পরিবর্তনের,
জগতের স্বকীয় শক্তি তুমি
সাক্ষী বিবর্তনের।


অভিনয়ে যত মেকি ছলনা
আছে যত অবাধ পদচালনা
তোমার প্রতি সমালোচনা
না থাকলে,
পারতাম না করতে তোমায় নিয়ে
এহেন রূপক পদ্যরচনা,


বৃক্ষ তুমি বলবে কবে,
আমাদের অগোচরের কথা,
কবে বলবে তুমি,
তোমার প্রতি আমাদের নিষ্ঠুরতা,


প্রকৃতির যে নিয়মের গ্যাড়াকলে,
তোমার কথা বলা নিষেধ,
সে প্রকৃতিই কি নেয় তোমার প্রতিশোধ
শিখিয়ে প্রতিনিয়ত,
মনুষ্য জীবনবোধ।