সকল কারণ উপেক্ষিত যে বন্ধনে,তার সন্ধানে,
আমি বিস্ময়কর পৃথিবী,এক যন্ত্রণায়।
নিবন্ধিত সম্পর্ক যে নথিতে,মেকি মন্ত্রণা প্রথিতে,
আমার নিত্য জীবন সুখগুলো সব কল্পনায়।


সময়ের গভীরতা মেপে বসে আছি এক জীবন সাজাবো বলে,রাঙাবো বলে,
জ্ঞান ও রঙের অভাবে,
জীবন যেখানে যেমন,
শুধু সত্য আর মৃত্যুর কফিন।


জন্মান্তরের ত্রুটি আমার বিশ্বাস বড় দায়ী,
হয়তো বিশ্বাস ভুল,অথবা পাত্র,
আমার বিশ্বাস,এ আমার চিরন্তন ত্রুটি।
নিত্য নিখোঁজ স্বপ্ন গুলোর,স্থায়ী ঠিকানা,
মৃত্যু আর বিশ্বাসে।


বিধির বন্ধন,দৈবযোগে রচিত
সেই অন্তিম সালতামামির অপেক্ষায়,
আমার জীবনের উৎসর্গ ও পবিত্র হায়ৎ ব্যয়।