মায়া,
একটা অবয়ব,
যাকে আমি দেখি তার কথা শুনি,
তার কথায় আমি খাই,ঘুমাই,লিখি।
আমি তার কথার বাইরে কাজ করতে পারি না,
তার চেহারা টা দেখার বড় শখ আমার,


যখনই তার চেহারা দেখতে যাই,
তখনই তার চোখের স্থানে আমার চোখ,
সে চোখে আমি,
চোখবিহীন বিভৎষ আমাকেই দেখতে পাই,


আমি তার কতৃত্বের বাইরে যেতে পারি না।