আমার খুন হওয়া মন,
তার কোনো হাশর নেই,মিজান,পুলসিরাত কিচ্ছু নেই,
তার অনন্ত অসীমে গন্তব্য শূন্য,
আমার মন,খুন হওয়া মন।


এ মনে,পুলিশ-চোর,ইঁদুর-বেড়াল,বাঘ-মহিষ এক ঘাটে জল খায়,
এ জল নোনতা,তাও মনে পশুগুলোর তৃপ্তির সীমা নেই
তবে আমার তৃষ্ণা মেটায় কে?


আমার মনের ব্যাথায় মলম লাগাই,
ক্লান্তিতে শরাব পান করাই,
ভেঙে গেলে আইকা লাগাই,
তবে কিছু কিছু কাজের কোনো নিরাময়ক পাই না,
হারিয়ে গেলে থানাওয়ালারা জিডি করতে নারাজ,
বিষণ্নতা কেউ ভাগ করে নেয় না,
এড়িয়ে যায়।


আমার মন,আমাকে বিচার দেয়,
আদালতে আমি বিচারক হয়ে তাকে বিচার দেয়ার দোষেই ফাঁসি দিয়ে দেই,


মনের মৃত্যু হয়,আমি বেঁচে থাকি।
আমি হয়ে যাই খুনি।