কবিতার প্রতিটি শব্দ ছুটছে চন্দ্রালোকিত রাতের আধার সন্ধানে,
তারা আড়াল চায়,একাকীত্ব চায়।


তোমার বায়বীয় স্পর্শের কসম,
হাজার বছর পুরোনো হেলেন,জুলিয়েট,ক্লিওপেট্রা,এলিজাবেথ কেউ সত্য না হলেও তুমি সত্য,
চন্দ্রের মতো সত্য।


জীবনের কালবেলা ফুরিয়ে যাবে ঐ চন্দ্রের ঘুর্ণিপাকে,
চাঁদের মুযেযা দেখো,
মিলিয়ে দিয়েছে কত শত মাইল দূরের তোমাকে আমাকে,


কলঙ্ক তো সে প্রকৃতির রূপ,
সত্য তো চির পবিত্র,
লৌকিকতার বাইরে যা কিছু আমার,
তোমাতে সমর্পিত।


ঘুমরজনীর প্রহরী সে মহৎ চন্দ্রযামী,
পৃথিবীর সব সুখ সে লুকিয়ে রেখেছে তীর্থভূমি।


চন্দ্রলোকে আড়াল পেয়েছে ক্লান্ত শব্দমালায়,
ছন্দের তালে সুর বায়ু বয় দেবতার বেহালায়,
সকলে প্রেমের রাজসাক্ষী আজ
চাঁদ পবিত্র পাপী,
আকাশের চাঁদ নাচে কারহাবা তালে আমার হৃদয়ব্যাপী।