মনের তিমিরে প্রদীপ দিশারী হয়ে,
এসেছিলে দ্যুতিহাতে ,
তোমাতে আমি দিশেহারা মন
উন্মত্ততার ইতিহাদে।


স্নিগ্ধতায় মেতেছে হৃদয় আমার,
তোমার মনের অঙ্গনে,
বিষাক্ততা নিশ্চিহ্ন হলো,
তোমার পবিত্র অনলে,


সূখছিলো প্রানে অতৃপ্ত সে টানে,
যতক্ষন না প্রস্তাবিলো মন,
তোমার মন কুড়াতে


তুমি চেনো হায় গাত্র,বর্ণ কায়,
দেখোনি হৃদয় কভু,
প্রতিটি হৃদয় হোক সে পশু,
রঙ তার রক্তিম লাল বিভু।


স্পর্শকাতর সে রক্ত পিন্ডে,
সহস্রাধিক আঘাত,
মুক্তি তার শুধু একমুখী যাত্রায়,
তৃষ্ণার্থ মৃত্যুদন্ডে।