কিছু সংকল্পের সংকলন নিষিক্ত হতে যে সময় আমার প্রয়োজন,
সে সময় অদৃষ্টে নেই,
সৃষ্টিছাড়া কিছু নিস্তব্ধতা নিরলস চেষ্টাও কিছুটা সময়ও আয়ত্ত করতে পারে না,
সীমাবদ্ধ চিন্তার মধ্যে স্বাধীনতা খুঁজতে থাকা কলমটির কালি যে সীমিত,
সে খেয়ালও বোধহয় আমার নেই।


পাপমুক্ত অসংখ্য অবদমিত অনুভূতিকে দাফন করেছি সাহিত্যের কবরে,
তৎপর জীবন এখন ইচ্ছার বিরুদ্ধে অসীম অবসরে,
এ অবসরের শেকড় যে নিষ্কলুষ আবেদনে নিজেকে করেছে মুক্ত,
জীবনের পরম আদর্শবাদী চেতনা,
একই আবেদনে সৃষ্টি হয় বস্তুবাদী দ্বন্দ্ব।


ঈশ্বরের এক অলৌকিক সৃষ্টি "আদমসন্তান"
তার নিরন্তর জীবনে সৃষ্টি ও অবসানের অন্তবর্তীকালীন মন্বন্তরে,
অসহায়ত্বের দুই প্রান্তে দাঁড়িয়ে আমরা দুজন সমান্তরে।
নিরুপায় হয়ে ধারাপাতের বিরুদ্ধে গিয়ে ডাকছি শৈশবকে,
ভুলে গিয়েছি বড় যে হয়েছে সে ও ছোটবেলাকে সন্তান।


কিছু সুরে লেগে থাকা কিছু মানুষের প্রতিচ্ছবি,
বিবেক যখন আবেগের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তৈরি করে,
সৃষ্টি হয় সংঘর্ষের,
জীবনের বেনামি দু:খ ধীরে ধীরে পরিণত হয় স্থবিরতায়,
এভাবেই হয়তো কেউ জীবন রচনা করে রুক্ষ ঝরা পাতায়।