কবিতার ছন্দের সাথে সাথে হারিয়ে গেছে জীবনের ছন্দ,
হারিয়েছে বিষ্ময়,আকাশ কালো করা মেঘ
সমস্ত দুপুর আজ স্তব্ধ কোলাহলহীন,
রৌদ্রজ্বল মাঠের পাশে বটবৃক্ষের নিচে
হাতে ধোয়াকাঠি নিয়ে সংশয় ভরা চোখে
দূরে বিস্তৃত দেবতাভূমির পানে চেয়ে থাকি বিরতিহীন,


দূরে উপাসনালয়গুলো থেকে খোলা চিঠি উড়ে যাচ্ছে আকাশবিহারে,
পড়া যাচ্ছে না,কি দুর্বোধ্য ভাষায় লিখা চিঠি!


ঈশ্বর,
এই নিরবধি প্রবাহমান নদীকে সাতার কে শেখালো?
অসীম আকাশের বুকে মেঘকে উড়তে কে শেখালো?
প্রকৃতির মৌলিকতার মানদণ্ড কি?
আমার এ চিন্তাগুলোর পুনরাবৃত্তির যৌক্তিকতা কি,ঈশ্বর?


আমি এই চিন্তার মোহমুক্তি চাই,
আমি অবকাশ চাই,
আমি এই দুপুর গুলো মুছে ফেলতে চাই।
আমার হারিয়ে যাওয়া ছন্দ ফিরে পেতে চাই।