জীবনের সংকীর্ণতায়,তোমায় হারালাম
ঠিক,হারাও নি।
তুমি হারাতে পারোনা,
তোমার চেনা,অচেনা সকল ইউটোপিয়া পর্যন্ত আমার চেনা।


তোমার প্রতি অধিকার হারিয়েছি আমি,
না বলা কথাগুলো,চোখের বাক্যস্রোত এখনও বুঝি আমি,
আমি বুঝতে পারি,তুমি আমাকে দূরে সরানোর ভান করছো,
তুমি এতটাও নিষ্ঠুর নও,হতে পারো না
তুমি অভিনয় করছো,আমার সাথে,পৃথিবীর সাথে।


তোমাকে দেখে দূর থেকে দুঃখ পাওয়া ব্যতীত
আর কোনো অধিকার আমার নেই,
ভবিষ্যতের ভোর আর বিষণ্ণ বিগত সন্ধ্যা,
মিশে আমারও জীবন কাটবে এভাবেই,


জীবনের জটিলতায়,দূরে চলে গেছো তুমি।
আসলেই দূরত্ব কি বাধা?
যদি ভালোবাসার না থাকে কোনো দ্বিধা,
তুমি ফিরে আসবে আমি জানি,
তোমার ভালোবাসায় তুমি সত্য ছিলে আমি মানি,
কথায় আছে না?
"আশাই ভরসা"


আমি চূড়ান্ত আশাবাদী,


জীবনের চূড়ান্ত আশায়,আমি নিজেকে হারালাম।
রেখে গেলাম চিন্তাগুলো,খুজে নিও পথটা
পেরিয়ে এসো সমুদ্র সাতটা,
চূড়ান্ত গন্তব্যে,
আমি অপেক্ষায়.....