আমরা মনুষ্যত্ত্বের দাবি করি,
জীবনে ধারণ করি এক খরোস্রোতা নদী
যে নদীতে গোসল করি,
যার পানির আরেক নাম "অহংবাদী"


সে পানির সরলতার প্রতিটি কণায় স্বার্থ থাকে,
সে পানির প্রতিটি ফোটায় অ-পদার্থ থাকে
সে পানির কি ছাকন যন্ত্র নেই?
আছে!
তবে সে যন্ত্রের সূফিত্ত্বেও বস্তুবাদীত্ত্ব থাকে।


পরিশুদ্ধতার খোজের আগ্রহও যাচ্ছে মরে,
যেখানে ঐ একাত্মার সাথে আমার মিলন হবে,
তাই,
আমাদের মনুষ্যত্ত্বের দাবী নিছক ধোকা,
যেখানে জীবাত্মা নেই,
সেখানে বিশুদ্ধতাও শুধুই গৌরচন্দ্রিকা।