মা


মা! মা!
মা তো সে, যে সব যতনা সয়
মা তো সে, যে না আসা অবধি পুরো রাত্র জেগে রয়
মা তো সে, যে দশমাস গর্ভে দিয়েছেন ঠাঁই
মা তো নিঃস্বার্থ সারাজীবন ভালোবেসে যায়।
মা যে বুঝে না বলা ভাষা
মাকে দেখলে ভরে যায় মন মিটে যায় পিপাসা।


মা এক নেয়ামত শ্রেষ্ঠ সবার
মা তো সে, যে মিটায় সকল আবদার।
পিষে যাওয়া স্বপ্নে মা আশার তুলি
জীবন যুদ্ধে মা প্রথম বলা বুলি।
মা ব্যথার ঔষধ, মা শান্তির চাবি
মা-ই জন্ম দিয়েছে অলি আওলিয়া নবী।


মা তো মাওলার রহমানের অংশ
মা এক শান্তির পয়গাম করে সকল হিংসাকে ধ্বংস।
মা তো সে যার দাবি মিটায় স্বয়ং আল্লাহ
মা তো সে যার নামে নালিশ নেয় না রাসুল্লাহ (স.)।
মা মূল্যবান, মা শ্রেষ্ঠ দান
মা অমূল্য রতন, মা শ্রেষ্ঠ ধন।
মা পরশ মনি, মা সুখের খনি
মা সাতরাজার ধন, মা নয়নের মণি।


মা মুখের হাসি, মা সুখের পানি।
মা প্রেমের দরজা, মা মহারানি
মা বিশ্বশেরা ফুল, মা শ্রেষ্ঠ বুলবুল
মা শ্রেষ্ঠ সুবাস, মা জীবনের দু’কূল
মা নন্দিত সকাল, মা অনন্তকাল


মা রৌদ্রে ছায়া, মা শ্রেষ্ঠ মায়া
মা আঁধারে আলো, মা জগতের ভালো।


মা হাসি, মা আবিনাশী
মা মমতা, মা সমতা
মা জীবন, মা মরণ,
মা দুনিয়া, সুখের দরিয়া
মা সত্য, সোনালি ভোর নিত্য,
মা অহিংসা, মা ভালোবাসা
মা চাঁদ, মিটায় বিবাদ
মা মুক্ত আকাশ, মা স্নিগ্ধ বাতাস,
মা ঝর্না, মা সুখের বন্যা।


মা স্বর্গ, মা ধর্ম
মায়ের সেবা, শ্রেষ্ঠ কর্ম।
মা রহমত,
মা মাগফিরাত
মা জান্নাত, মা নাজাত
মা ইহকাল, মা পরকাল, মা আখিরাত
মা বিনা অপূর্ণ মাওলার ইবাদাত।