আমার এ নীতি তুমি খেয়াল করতে না পার
খেয়াল করতে না পারো আমার কথা
আমার আকুতী,
আমার মিনতী!
তুমি হয়ত ভাবছ আমি অস্বভাবিক,
তাই অস্বাভাবিক ভাবে বকে যাই
ফিরে দেখনি তাই সামন্য


আমার চাওয়ার ইশতেহার কি তুমি পড়েছো
দেখেছো কি তার কোন ছন্দ আছে কিনা,
নাকি কোন ডাকাতের মুক্তির দাবি লেখা আছে
দৃষ্টিগোচর হয়নি তোমার,
কোন কর্ণপাত ছিলনা
তোমার সামান্য পিছনে একজন
কাতরাচ্ছে আর বলছে
আমাকে ধরো আমি উঠতে চাই, আমাকে তোল
সামনে এগিয়ে গেলে তুমি
ফিরে একবারও দেখনি সামান্য


এ ভাবে আমি আমরা আমাদের শহর
অবহেলা করো নামের এক
অদৃশ্য লিফলেট হাতে নিয়ে
যেন অদৃশ্য এক মিছিল নিয়ে হাটছি-।


প্রতি মুহূর্তের দিক চেয়ে দেখেছো
কেমন মায়াহীন স্বার্থপরতার পোশাক পরেছে
মুহূর্তগুলো এক মুহূর্তের জন্যও থামছেনা
তবে অবহেলা করে যাচ্ছে প্রতি মুহূর্ত।