সভ্য হয়েছি আমারা
দাড়িয়ে, মাথা জাগিয়ে
মাইক্রফোনের সামনে বলছি
আমরা সভ্য হয়েছি।।
সভ্যতার নামে শত অসভ্যতামী দেখছি
তবুও বলছি আমরা সভ্য হয়েছি।।
অসভ্যতার চাদরে সভ্যতাকে ঢেকে রেখে
প্রেমের ভাষায় বকছি
আমরা সভ্য হয়েছি।।


আমরা জঘন্যতা চর্চা করে
বুদ্ধিজীবিদের রাস্তা ধরে
প্রেমের রাস্তা বন্ধ করে
বুক ফুলিয়ে হাটছি আর বলছি
আমরা সভ্য হয়েছি।।


বাজারে বেশ ভাল চলছে সভ্যতার লিফলেটগুলো
কেই শোপিচও করে রাখছে
দর্শনার্থীরা শুধু দর্শন করবে
তবে ধর্ষণের কথা বলবে না
চোখের গরম দুদিনে নরম করে
শরমের আচল টানছি
আর বলছি;
আমরা সভ্য হয়েছি।।


আমি উলঙ্গপোশাকে সভ্যতাকে উড়তে দেখেছি
হা করে থাকতে দেখেছি কাক-চিল
উন্মাদ হয়ে সভ্যতাকে ছুটতে দেখেছি
দেখেছি নোংড়া জলের শুভ্র ঝিল।।


আমি সভ্যতাকে মরতে দেখেছি পিচঢালায় পিশে
আমি সভ্যতাকে থাকতে দেখেছি পতিতালয় মিশে
আমি সভ্যতাকে কাদতে দেখেছি একটি রুটির শোকে
আমি সভ্যতাকে লুকানো দেখেছি মিথ্যার কাল শিকে।।


সভ্যতার ছড়াছড়ি দেখেছি ধনীদের আশি একড়ের ফ্লাটে
সভ্যতার নিশ্বাস ত্যাগ করতে দেখেছি বুড়িগঙ্গার ঘাটে
আমি দামি দামি পোশাকে সভ্যতা ঝুলতে দেখেছি
ইংলিশ গানের নোংড়া তালে সভ্যতার চিৎকার শুনেছি।।


আমি সভ্যতা দেখেছি এককাপ চারশ টাকার কফিতে
আমি সভ্যতা দেখেছি সন্মানিত নায়িকার নগ্ন ছবিতে
আমি সভ্যতা দেখেছি মদের দোকানের আধোনিভু আলোতে
আমি সভ্যতা দেখেছি প্রেমের নামে প্রকাশ্যে জড়িয়ে থাকা দুই দেহতে।।


সভ্যতা ঐ পুত্রের হাতে পিতার নির্মম খুন
সভ্যতা ঐ স্বার্থের লোভে জ্যান্ত মানুষে আগুন
সভ্যতা ঐ হাড়ান পুত্রের আশায় থাকা পিতা
সভ্যতা ঐ মানুষ হয়ে সাজিয়ে রাখা চিতা


সভ্যতা ঐ কিডনী, চোখের ব্যাবসা
সভ্যতা ঐ প্রেমের নামে দেহের কামুক ভাষা
সভ্যতা ঐ সুন্দরীর নামে খুলে দেখানও শরীর
সভ্যতা ঐ অবহেলা করা ভোরের মিষ্টি শিশীর


সভ্যতা ঐ গ্রাম শহরে গড়ে ওঠা বৃদ্ধাশ্রম
সভ্যতা ঐ খেটে খাওয়া মানুষের লুটে নেওয়া সম্ভ্রম
সভ্যতা ঐ নির্যাতিতদের ন্যায় বিচারের আশ্বাস
সভ্যতা ঐ লুটপাট করা হাজার মনের বিশ্বাস


এসবই সভ্যতা আজ সভ্য যুগে তাই
সভ্যতার এই চরম শিখরে, অসভ্যতায় দিন কাটাই।।