তোমাকে  আটকিয়ে রাখার মতো
আমার বিশেষ কোনো সম্পদ নাই অতো।
এই একবিংশ শতাব্দীর ত্রিশের দশকে,
বাড়ি গাড়ির এত্ত প্রতিযোগিতায়
ভালবাসা ছাড়া কিছুই নাই,  বলি তোমাকে__
থাকো, থেকে যাও প্রেম, মোহ, ভালবাসায়।


থেকে যাওনা স্নিগ্ধতায়
থেকে যাও মানবিকতায়।


জানি তোমার আমার সম্পর্কের বৃক্ষে অবহেলায়, কিছু পরিচর্চা বাকি রয়েছে বেলা অবেলায়।
অল্প স্বল্প ভুল ছিল উভয়ের
হয়তো টের পায়নি ঢের।


এত্তো কিছুর পরেও বলছি
এতটুকু কমতি হবে না কথা দিচ্ছি __
থেকে যাও মানবিকতায়
ভালবেসে পুষিয়ে দেব তোমার মৌনতায়।


বলি আমি এক উড়নচণ্ডী, গরিব প্রেমিক,
থেকে যাও অবুঝ ভালবাসায়, করে নিও ঠিক।
আমাদের বাকি রয়েছে  কিছু লেনদেন কিছু যতন,
বাকি রয়েছে অমরত্বের ধ্রুপদী চুম্বন।
*
১৬/৮/২০২৩
০৭:১৬ সন্ধ্যা