স্বরোচিত কবিতা


গরীব চাষী


প্রভাত হলে মাঠের পরে গৃহস্তের কাজে যায়।
অন্ন পেটে থাকে নাকি খোঁজের কেহ নাই।।
মাথে ছাতি দিয়ে মালিক জমির আলে বসে।
ফসল কত পাবে তাই মনের অংক কষে।।
গরীব চাষী সারাটা দিন কষ্টে খেটে মরে।
কখনো বা জলে ভিজে কখনো ঘর্ম ঝরে।।
ঢেলার আঁচড় লাগে পায়ে রক্ত ঝরে পড়ে।
অনেক কষ্ট সহ্য করে সোনার ফসল গড়ে।।
কটি খানা অসাড় হয় ফসল কাটার ফলে।
জীর্ণ হাতে শিরটি ওঠে জমি চাষের হলে।।
গরীব চাষীর নাইকো বিরাম এইতো জীবন তার।
দু, মুষ্টি অন্নের লাগি খাটবে কত আর?
অন্ত, হীন দুঃখ তবু, মূল্য কেন হীন।
পরের ঘরে তোলে ফসল যায় না চাষীর দিন।।