স্বরচিত কবিতা


করি নিবেদন  


ভুল যদি হয়ে থাকে ভাই বোনদের কাছে।
ক্ষমা চাহি দ্বারে আসি সবারে সঙ্গ মাঝে!
ছন্দ বিহীন সূতা বিহীন মনের মালা গাঁথা।
তুলে নিও কাব্য মোর দিওনা মনে ব্যথা।।
ভালবেসে নিওগো সবে আমার এই গাথা!
মনের গভীরে দিওগো রেখে পূর্ণ কর খাতা।।
সিন্ধু সম মনের অন্তরে একটু জাইগা দিও।
ছন্দ বিনা কবিতা মোর সোহাগ করে নিও।।
চক্ষুকোণে দিওগো মোরে একটু খানি ঠাঁই!
নেত্রগোচরে রাখিও ঢেকে হারিয়ে না যায়!!
ঝড় বাদলের সময় কালে বন্ধ করিও আঁখি।
রক্ষা করিও মোর গাথা অক্ষিগোলক ঢাকি।।
নয়ন কোণে দিওগো রেখে একটু অকুস্থল!
কঠোর করে রাখিবে ধরে আবদ্ধের শৃঙ্খল।।
বড় আশা করি আজ এই প্রত্যাশা অন্তরে!
ফিরিয়ে দিওনা কেউ মনে রেখো চিরতরে!!