************* স্বরচিত কবিতা *************


>>>>>>>>>> মেঘে ঢাকা চাঁদ <<<<<<<<<<<


নাগর নাগরী যেন নিম গাছের ডালে।
হুতুমের ডাক শুনি সন্ধ্যা নিশিকালে।।
কুলগাছ ভরে যায় জোনাকির আলোয়।
চমকিয়া বিজলী সম দীপ্তি জ্যোতির্ময়।।
মেঘে ঢাকা চাঁদের কণা কখনো বিলীন।
কিছু আলো কিছু আঁধার ধরণী রঙিন।।
বাদুড়ের বাঁদরামি শুরুতে সাঁঝের বেলা।
কর্কশ ধ্বনিতে উড়ে করে বিরক্ত জ্বালা।।
দূরের মাঠে কোথাও হাঁক পাড়ে শিয়াল।
খুকুমণির ঘুম ভাঙে মায়ের হয় বেহাল।।
বাতাসে দিয়েছে খবর রাতচরার কানে।
বিলম্বহীনে বাহির হইলো মউয়ের সন্ধানে।।
ছাতিনে ফুলের গন্ধে মাতোয়ারা চরাচর।
গন্ধের সন্ধানে হাজির রাতচরা মধুকর।
ঝিনঝিনানি রবে মোর ঝাঁঝিয়ে ওঠে কান।
ঝিঁঝিপোকা চলেছে গেয়ে সুরবিহীনে গান।।