একটা খাচাঁয় বন্দী পাখি
আকাশের পানে তাকিয়ে ভাবতো কবে মুক্তি পাবে!
যখন সে মুক্তি পেলো
তখন দেখলো সে তো বাইরের জগতের কেও না,
সে তো অন্য সবার মতো না,
সে তো উড়তেই পারে না,
সে তো গান গাইতেও ভুলে গেছে
সে ভাবলো,"তাহলে,আমি কে?
আমি কি আধারে হারিয়ে যাওয়া কেউ?
আমি কি পরাধীনতায় হারিয়ে যাওয়া স্বাধীনতা?
সে এইরকম ই ভাবতো।
ভাবতো......?!
নাকি ভাবতে বাধ্য হয়েছে?
একসময় এই ভাবনাটাও যেন একটা ঝাপসা কাচ হয়ে গেল তার কাছে।
পাখিটা বড়ই ঠোঁট কাটা, বড়ই বেহায়া সে,
ভালোবাসতে বড়ই ভালোবাসে।
ভিন্ন এই দুনিয়ায় সে ভালবেসে ফেললো,
খুব বেশিই ভালবেসে ফেললো।
কিন্তু বোকা পাখি ভুলেই গেছিলো বদ্ধ খাচা, একাকিত্ব ছাড়া কেউই তাকে আপন করবে না।
বোকা পাখিটি অপেক্ষা করতে ভালোবাসে, একটু বেশিই ভালবাসে।
সে অপেক্ষায় আছে,কবে ঝাপসা কাচ ভেঙে তার ভালোবাসা রক্তিম সুর্য উঠবে।
বলবে "অনেক তো হলো,এইবার চলো"
কিন্তু পাখিটির রঙিন স্বপ্ন ধুসর সময়ের কাছে বড়ই দুর্বল,
বোকা পাখি জানে না যে এই যান্ত্রিক শহরে কেউ তার নয়,
তবুও সে স্বপ্ন দেখে,
সে বাঁচতে চায়,
সে প্রতিক্ষা করে,
প্রতিক্ষার যে শেষ নেই তার।