নির্জনতাকে কোথাও যায়না পাওয়া
আটষট্টি হাজার গ্রাম পেরিয়ে
টেকনাফ থেকে তেতুলিয়া-
তের'শ নদীর দেশে যায়না পাওয়া সেই নির্জন নদীকে;
অন্তরে রক্ষিত যা স্রোতস্বিনী রক্তক্ষরণ অবিরত।


চলমান দিনযাপনের রিক্ততায় নদী
থমকে দাঁড়াবার মতো নেই অবকাশ;


পড়ন্ত বিকেল যেনো চলে আসে ধেঁয়ে
গোধূলির রঙমেখে নীলাকাশ তাই
মুহূর্তেই সীমানা ঢেকেফেলে-
চোখের আলোয় যায়না দেখা কিছু;


কল-কাকলির গুঞ্জণে তাই
আমি কেবল নির্জনতাকেই খুঁজে ফিরি।