আজ ঈদের সকাল

আজ ঈদের সকাল, আলোয় ভরা মন
দোয়া আর ভালোবাসায় জেগে উঠুক ধরণি সবক্ষণ।
সাজি নতুন জামা, হাতে মেহেদি রঙ,
আল্লাহর রহমতে ভরে যাক এই প্রাণের সংগ।

নামাজ শেষে কোলাকুলি, হেসে বলে সবাই,
"ঈদ মোবারক ভাই রে ভাই, তুই যে আমার প্রাণের ঠাঁই!"
মায়ের মুখে হাসির রেখা, বাবার চোখে জল,
ঈদের দিনে ফিরে আসে স্মৃতির সেই কোল।

শিশুরা দৌড়ায় মাঠে, হাতে ঈদির ঝনঝন,
বাড়ির উঠোন গানে গানে বাজে হৃদয় মন।
পোলাও, কোরমা, শিরনি ভরে ঘরটা সবার,
এই দিনেই মিলে যায় গরিব-ধনী একাকার।

সাঁঝের বেলায় দোয়া করি মোনাজাতে চুপচাপ,
যেন প্রতিটি ঈদে থাকুক শান্তি, না থাকে কোনো ক্ষাপ।
ভুলে থাকি হিংসা-বিদ্বেষ, খুলে দেই মন দরজা,
ঈদ হোক ভালোবাসায় ভরা, যেন জান্নাতেরই সাজা।