দোয়ার মধুরতা
আব্দুর রহিম
হাত তুলে করি প্রার্থনা,
আল্লাহর রহমতে মন ভরা,
দুঃখ-কষ্ট দূর হয় সব,
দোয়ার আলোয় মন হয়ে নুব।
শান্তি মেলে মন-মাঝে,
আল্লাহর প্রেম মোর রাজ্যে,
নামাজে প্রাণের মিলন,
তাওবার সুরে গান শুনন।
বিশ্বাস ভরে মনের গহীন,
আল্লাহর কাছে প্রণাম জগাই,
ভালো পথে চলার বাণী,
জীবন হোক আলোর দানি।