তুই ছিলি আমার ছায়া, আজ কই হারালি ভাই?
একটাবার চোখ তুলে, বল না আবার "হাই"।

রোদ উঠলে হাতে হাত, ছায়া হলে গল্প তোর,
শুধু তোর পাশে ছিল শান্তির এক দুরন্ত ঘোর।
আজ তুই আছিস দূরে, জানি না ঠিক কোন ঠাঁই,
মনটা বলে সারাক্ষণ, "কইরে আমার ভাই?"

তুই ছিলি আমার ছায়া, আজ কই হারালি ভাই?
একটাবার চোখ তুলে, বল না আবার "হাই"।

ক্যাফের চা আর ফুটপাথি হাঁটা,
তুই আর আমি—ছায়ার মতো সাঁটা।
তুই নেই, সব ফাঁকা, নেই কোনো নিজস্ব ঠাঁই,
আজ তোর নামেই ভেজে চোখের ছাই।

তুই ছিলি আমার ছায়া, আজ কই হারালি ভাই?
একটাবার চোখ তুলে, বল না আবার "হাই"।

ভুল বুঝে যদি দূরে চলে যাস একদিন,
স্মৃতির পাতায় আমি থাকব—ভুলিস না সেই ছায়াবিন্দু।
যদি ফিরে আসিস, আমি দাঁড়ায়ে আছি সেই ঠাঁই,
শুধু একবার বলিস এসে—"ভাই"।

তুই ছিলি আমার ছায়া, আজ কই হারালি ভাই?
একটাবার চোখ তুলে, বল না আবার "হাই"।