কওমী দীপ্তি আলো
ইলমের প্রদীপ জ্বলে এখানে,
সত্যের দীপ্তি ফুটে গগনে।
তাকওয়ার ছোঁয়ায় ঘামে কপাল,
আল্লাহর ভয়ে নত হৃদিকাল।
তাফসির-হাদীস মুখে মুখে বাজে,
আদবের বাগানে ফুল সেজে।
সাদামাটা জীবনে কত ত্যাগ,
হৃদয়ে গাঁথা দীনের সুপ্রভ ভাগ।
মেহনত করি, আশা করি দাওয়াত,
আমরা নই কোনো দুনিয়াবি সাম্রাজ।
উম্মাহর কান্না চোখে বয়ে চলে,
এই মাদ্রাসা দাঁড়ায় জাহান জুড়ে।