অনাথ শিশু
আব্দুর রহীম হাজারী


পিতৃ হারা শিশু যারা
জীবন তাদের দুখ,
তাদের সেবা করবে যারা
পাবে মনে সুখ।


এতিম বলে ব্যাথা মনে
জীবন করে পার,
গড়তে তাদের জীবনটাকে
নেয় না কেউ সেই ভার।


বঞ্চিত এই শিশুর পাশে
দাঁড়াও যদি ভাই,
শক্তি সাহস বুকে পাবে
পাবে মনে সাই।


অনাথ শিশুর সেবা করে
মন কর তার জয়,
আশ্রয় পেয়ে অনাথ মনে
দুঃখ যে না রয়।


সৃষ্টি সেরা মানবজাতি
ছোট বড় সব,
এতিমের ঐ সেবা কর
খুশি হবে রব।