অতীত স্মৃতি
আব্দুর রহীম হাজারী


মনে পড়ে অতীত স্মৃতি
মনে লাগে দুখ,
পাবো কি আর স্বপ্ন মাখা
অতীত কালের সুখ।


স্কুলেতে যেতাম যখন
সব ছেলের এক দল,
যতই আসতো বিপদ বাদা
পেতাম মনে বল।


খেলা ধুলায় কাটতো সময়
পাড়ার সবার সাথ,
মোবাইল এসে বন্ধি ঘরে
দিবস কিংবা রাত।


জলতো আলো মিটিমিটি
হারিকেনে ঘর,
ভাসতো কানে ঘরে ঘরে
কুরআন পড়ার স্বর।


হাতপাখাতে বাতাস করে
পেতো যে শান্তির ঘুম,
কারেন্ট যাওয়ার ভয় ছিল না
স্বপ্ন দিতো চুম।