বসন্তের টান
আব্দুর রহীম হাজারী

কোকিল কেন ডাকছে ওরে
সাতসকাল বেলা,
তবে কি ভাই এসেই গেল
বসন্তের মেলা।

গাছের ডালে করছে কেন
পাখপাখালি গান,
শীতের শেষে লাগছে দেখি
বসন্তের টান।

শীতের পরে ঋতুর রাজা
বসন্ত যে আসে,
গাছের ডালে কৃষ্ণচূড়া
রঙিন হয়ে হাসে।

দখিনা বায়ু ফাগুন মাসে
বসন্তের হেলা,
নানান ফুল উঠবে ফুটে
নানা রঙের খেলা।

মাঘের শেষে ফাগুন আসে
মনেতে লাগে ভালো,
নানান ফুলে রঙিন দেখে
মন থাকে না কালো।