ছোট্ট খুকি
আব্দুর রহীম হাজারী


ছোট্ট খুকি বলে আমায়
হাতে রেখে হাত,
বলো বাবা কে দিয়েছে
জোৎস্না মাখা রাত।


আকাশ পানে হাসছে যেন
আলোক ভরা চাঁদ,
কত সুন্দর লাগছে বাবা
জোৎস্না মাখা রাত।


ওগো খুকি শুনো এসব
মহান প্রভুর দান,
খুকি বলে গাইবো বাবা
আমি প্রভুর গান।


ছোট্ট খুকির আদর মাখা ি
দেখে হাসি মুখ,
দুঃখ কষ্ট ভুলে আমি
পাই যে মনের সুখ।


পায়ে পরবে নূপুর খুকি
মাথায় দিবে ফুল,
কানে দিবে আবার খুকি
দূর্বা ফুলের দূল।