ইসলাম দিলে ছেড়ে
আব্দুর রহীম হাজারী


সমাজের ঐ দোহাই দিয়ে
ইসলাম দিলে ছেড়ে,
ধর্ম মানার অধিকারটা
নিলে কেনো কেড়ে।


দেবর থেকে পর্দা ফরজ
ইসলাম বিধান  বলে,
শশুর বলে এতো আবরা
সমাজে কি চলে?


বিয়ের পরে বাবার  বাড়ি    
বেড়াতে যে আসে,
স্বামী ছেড়ে   শালীর  সাথে
দুলাভাইয়ে হাসে।


শাশুড়ির ঐ ভাগ্নে ভাস্তে
মেয়ের জামাই ঘরে,
ছেলের বউকে সামনে যেতে
বাধ্য কেনো করে।


শালাবাবুর বিয়ের পাত্রী
দুলাভাই যে দেখে,
ননদ জামাই ভাবির চয়েস
বাবা ভাই কে রেখে।