খাঁচার পাখি
আব্দুর রহীম হাজারী


খাঁচার পাখি হঠাৎ করে
উড়ে যখন যাবে,
কবর ঘরে খাঁচা তখন
পোকা-মাকড় খাবে।


রংতামাশা বন্ধ হবে
নিথর হবে পাখি,
চুপটি করে থাকতে হবে
বন্ধ সে যে আঁখি।


ছেড়েই যাবে নিখিল ধরা
ছাড়তে হবে বাড়ি,
থাকবে না যে টাকা-পয়সা
ছাড়তে হবে গাড়ি।


নিথর দেহ একলা হবে
কেউ হবে না সাথী,
আঁধার ঘরে থাকতে হবে
কেউ দিবে না বাতি।


উড়েই যাবে খাচার পাখি
যবে ফুডুৎ করে,
কাঁদবে সবে বিলাপ করে
শুধু তোমার তরে।