খুশি মনে থাকো
আব্দুর রহীম হাজারী


যা পেয়েছো জীবন মাঝে
খুশি মনে থাকো,
চলুক জীবন যেমন ভাবেই
প্রভুর নামটি ডাকো।


আনন্দেতে কাটুক জীবন
অল্পে তুষ্টি নিয়ে,
কি হবে আর মিছে ধরার
অট্টালিকা দিয়ে।


চাওয়া পাওয়ার হিসেব করলে
জীবন যাবে দুখে,
তুষ্ট থাকো অল্প পেয়ে
থাকবে তুমি সুখে।


ইচ্ছে জাগবে মনের মাঝে
কত কিছুর তরে,
ধৈর্য ধরে হাসি মুখে
খুশি কুড়ে ঘরে।


আনন্দেতে থাকো ভাই গো
খুশি নিয়ে মনে,
লোভ লালসা জাগে না যে
মিছে ধরার ধনে।