মনের পাতা খুলে
আব্দুর রহীম হাজারী

দিনের শেষে কর্ম সেরে
বসি যখন ঘরে,
সারাদিনের ভুল গুলো সব
মনে আমার পড়ে।

দিনটি আমার কেটে গেলো
কত রকম ভুলে,
হিসেব আমি করতে থাকি
মনের পাতা খুলে।

ছোট্ট ঘরে বাস যে আমার
দিন কেটে যায় কাজে,
পাপের কথা মনে হলে
নত হই যে লাজে।

রবের সৃষ্টি এই জগতে
চলছি দিবা রাতি,
তবুও কেন ভুল করিয়া
মন্দ কাজে মাতি।

আর যেন না চলি কভু
ভুলের কোন পথে,
সত্য পথে হকের সাথে
চলুক আমার রথে।