মিছে মায়া
আব্দুর রহীম হাজারী

এই দুনিয়ার মিছে মায়ায়
পড়ে আমরা থাকি,
মনের খাতায় শুধুই কেন
বৃথা স্বপ্ন আঁকি।

রঙ্গ লীলার এই দুনিয়া
ছেড়ে যাব চলে,
মহান প্রভু কালাম পাকে
দিলেন মোদের বলে।

কত স্বপ্ন মনের মাঝে
যতন করে রাখি,
বৃথা যাবে স্বপ্ন গুলো
বুজবো যখন আঁখি।

মিছে মায়ার এই দুনিয়া
যেতে হবে ছেড়ে,
সময় হলে মালাকুল মওত
জীবন নিবে কেড়ে।

নেকীর খাতা শুন্য আমার
গুনাহ গেল ভরে,
ওগো রহমান মাফ করে দাও
আমায় দয়া করে।