সত্য সুন্দর
আব্দুর রহীম হাজারী

সত্য হলো ফুলের মতো
পবিত্র আর খাটি,
সত্য পথে চললে পাবে
শান্তি সুখের ঘাঁটি।

জীবন পথে চলতে গিয়ে
সত্য পথে রবে,
সকল বাধা কেটে যাবে
বিজয় আসবে তবে।

সত্য তোমার জীবন মাঝে
আনবে সুখের আলো,
কেটে নিবে জীবন থেকে
সকল আঁধার কালো।

সত্য পথে চললে তবে
মহৎ হবে গণ্য,
সর্ব কাজে সম্মান পাবে
সততার ঐ জন্য।

সত্য কথায় মুক্তি মিলে
মনে আনে শান্তি,
মিথ্যা জীবন ধ্বংস করে
মনে বাড়ে ক্লান্তি।