সঠিক পথে
আব্দুর রহীম হাজারী


চলতে হবে সঠিক পথে
করতে হবে জয়,
বিপদ যত আসুক তবে
পাবে না কোন ভয়।


সত্য পথে এগিয়ে যাবে
সাহস নিয়ে বুকে,
ন্যায়ের কাজে জীবন গড়ে
থাকবে তুমি সুখে।


মন্দ কাজে যাবে না কভু
যতই দেখ আশা,
খারাপ কাজে   অন্তরেতে
হবে পাপের বাসা।


ন্যায়ের পথে চলবে তুমি
ছড়াবে ভবে আলো,
তোমায় দেখে সমাজে লোকে
কাজ করবে ভালো।


সত্য পথে চলবে তবে
মনটা হবে সাদা,
অসৎ পথে পা বাড়ালেই
লাগবে পায়ে কাঁদা।