ধ্বংস তুমি বেছে নিলে,
অথচ তোমার সামনে ছিল,
        এক রঙিন পৃথিবী;
পথ জানে না কখন ক্ষত বিক্ষত হবে,
সূর্য জানে না কখন তাকে কলঙ্কিত
           বলে কথা শুনাবে;
কিন্তু তোমার না ছিল ক্ষত বিক্ষতের ভয়,
            না‌ ছিল কলঙ্কিতর ভয়।
    মরুর বুকে তুমি ছিলে
                 শেষ সম্ভাবনাময়।
যেখানে প্রতি নিঃশ্বাসে নতুন জীবনের জন্ম হয় ।