আমি আবারো জন্মাতে চাই
এই সবুজ ঘেরা বাংলায়,
যেথায় রক্তিম সূর্য জাগে একরাশ স্বপ্ন নিয়ে।।
ভোরের পাখপাখালির কলরবে
হীমকপুরে ঘুম ভাঙ্গিয়ে দেয়।।
আমি আবারো জন্মাতে চাই
ঐ দক্ষিণা মরুর বুকে,
যেথায় অবিচল সমুদ্র দেয়
অসীম জলধারা।
কিংবা দূর সাগরের বুকে ঢেউয়ের শব্দে
কোকিলার মধুসিদ্ধ স্বর, আমাকে
আরো একবার নতুন করে বাঁচতে শিখায়।।
আমি আবারো জন্মাতে চাই
ঐ ব-দ্বীপের শেষ সীমানায়,
যেথায় স্বত্ব নব শিশু স্বপ্ন দেখে নতুন পৃথিবীর।।
বৃদ্ধা কৃষক, শ্রমিক, মেহনতি জনতার
স্বনিজত্ব কর্মে,জেগে উঠে পৃথিবীর বুকে,
সোনার বাংলার রূপছায়া।।
আমি আবারো জন্মাতে চাই
জীবনানন্দের রূপসী বাংলায়,
যেথায় মধুকূপী আর কৃষ্ণচূড়ায়
সেজে বসে থাকে কোকিলার রূপছায়া।
কোথা নেই;কভু শেষ; এই রূপের বাহার
মৃত্যু যেন হয় মোর কোকিলার ছোঁয়ায়।