আমি চাই,
তুমি আমার নামে একখানা মামলা দেও।
ত্রুটিহীন এই মামলায় আমার সহস্র বছর সাজা হোক।
আমার চিরস্থায়ী প্রেমের কয়েদী হোক,
তোমার পিঞ্জিরাবদ্ধ হৃদয়ের গহীনে।
যেখানে তোমাকে খুঁজে পাওয়ার শেষ,
অলৌকিক মাণিক রত্নের রহস্য পাবো।
ভয় নেই,
হিংস্র ডাকাত কিংবা সাধু নয়, যে বেরিয়ে যাবো,
অনাহারে সিংহের ন্যায় শিকারে অসহায় পথিক,
কিংবা দেখবে না মুখোশ ডাকা সাধুর চরিত্রকে।
ভয় নেই,
একদিন তোমাকে খুঁজতে খুঁজতে মৃতের রশি নিয়ে
শেষ বিচারের মঞ্চে হাজির হবো ।
বয়োজ্যেষ্ট বিচারক;তোমাকে অন্ধত্ব ভালোবাসার বিপরীতে
আমাকে ফাঁসির হুকুম দিবে।
ভয় নেই, কেঁদো না,
সেদিনও দেশমাতৃকা ক্ষুদিরামের মতো আমি অকপটে ফাঁসির রশি গলায় পড়িব।


বিনিময়ে চিরন্তন করে যাবো,
অর্হনিশ পৃথিবীর বুকে,
ভালোবাসার অমর প্রেমের কয়েদী।


ছেড়ে দাও প্রস্থান,কেঁদো না, কেঁদো না তুমি
আমি ভালোবাসার ফাঁসির রশি গলায় পড়েছি,
                                       গলায় পড়েছি...