আমি হেঁটে চলেছি নিরুপায় দিবালোকে;
আমার হাত ভেঙে পড়েছে করুণায়।।
আমার দু'পা রুষ্টঘাতে বিষাক্ত পদপৃষ্ট।
আমার অস্থিমজ্জায় এখন ভূ ভূ শিশির;
দিবসের গোধূলি লগ্নে নীড় হারা পাখিরা
মেঘের আড়াল হতে বেরিয়ে পড়েছে;


সীমাহীন লক্ষ্যকে তাড়া ওদের শেষ নিশান।
এক ঝাঁক পাখিরা গল্প করে;কোথায় নীড়?
এক ঝাঁক পাখিরা দূর আকাশ লগ্নে উড়েছে:
মিছে আলোর অন্ধকারে পিছে ফেরা নয়!
শেষ সীমানা পেরিয়ে লক্ষ্যে এখন যাত্রা।
প্রতিপত্তি প্রতিকূল বাঁধা পেরিয়ে জয়ে'ই
ওদের শেষ নিশানা; এখন অন্ধকার হতে
আলোর সন্ধানে এক ঝাঁক তরুণ ছুটে চলছে;
দিবসের এই পড়ন্ত বিকেলে আলোক সন্ন্যাসে।।