ভোরের ঐ সূর্য ওঠে পুবের ও আকাশে,
জীবন আমার শুরু করে দিনের আলোয় ভেসে।
ক্ষুধার্ত এক জীবন আমার চলে ঘড়ির মতো,
সবকিছু  পিছনে ফেলে চলেই আমার ম'তো।
যায় যায় দিন চলে যায় নাহি বিরামহীন,
স্বপ্ন আমার চলে এক গন্তব্যহীন।।


বেলা শেষে ফুরিয়ে যায় রৌদ্রের ঐ আলো,
দিন গেলো চলে গেলো রয়ে গেলো কালো।
কতো স্মৃতি ভাসে আমার দিন দিবারাত্রি,
পূরণ হলে স্বার্থক আমার এই জীবনরথী।
চলছি ছুটে নাইকো ঠিক পরকালের বরণ,
ফুরিয়ে চলছে আমার ইহকালের জীবন।।