প্রিয়;
একদিন তোমাকে দেখি
আমার শত-ছেঁড়া
কাগজের মলিন পৃষ্ঠায়;
কবিতার ছন্দ ভুলে গেছি প্রিয়।
একবার;
একটি বার তুমি আসো;
আমার কবিতায়।
লিখতে বসি তোমার নামে অমর কাব্য।
ধানমন্ডির ঐ ঊনপঞ্চশ নম্বর গলিতে
এভাবে আনমনে;
আর বসে থেকো নাকো তুমি;
ছন্দ ভুলে যাই; ভাষা হারিয়ে যাই
কবিতা হারিয়ে যায়;কবির বুকের
পাঁজর ভেঙে যায়;
তবুও তুমি একবার আসো,
একবার,
একটি বার কবিতার সুরে সুর
মিলিয়ে দাও।
প্রিয়;
থেকো নাকো তুমি আর বসে ঐ আঙিনায়।