আমি নিঃস্বার্থ শহর চাই;
কিংবা পিপীলিকার দ্বীপপুঞ্জ।
যেথায় সবাই সবার,কেউ স্বার্থপর নহে;
আমি পিপীলিকার দলবদ্ধ তার কথা বলছি।
ছ"মাসের কর্ম প্রচেষ্টার ফল,
একসঙ্গে ভাগাভাগি করে নিবে;
কেউ হবে না স্বার্থপর নরপশু।


আমার কষ্ট সে ভাগ করে নিবে,তার কষ্ট আমি;
আমাকে ছিন্ন করে আনন্দে আত্মহারা হবেনা,
এই রঙের দুনিয়ায়;
আমাকে জলন্ত গুহায় রেখে,
সে অট্টালিকা ঘুমাবে না;
তাহার সকল সুরুচিপূর্ণ সৌন্দর্যে,
আমার অভিমত তো থাকবেই।


আমি নিঃস্বার্থ শহর খুঁজছি;
যেথায় ভ্রাতৃত্ববোধ সর্বশ্রেষ্ঠ।
স্বার্থপরতার কোন প্রতিচ্ছবি সেখানে নেই।
যেথায় প্রেম, ভালোবাসা ভ্রাতৃত্ববোধের বসবাস।


অতঃপর, সে ভালো,তো আমি ভালো;
সবার আনন্দ, তো আমারি আনন্দ;
সবার সুখ,তো আমারি সুখ;
সবার দুঃখ,তো আমারি দুঃখ;
সবার শহর, তো আমারি শহর;


আমি নিঃস্বার্থ শহর চাই;
কিংবা পিপীলিকার দ্বীপপুঞ্জ।
আমি স্বার্থপর শহরের এক কাঙ্গাল বলছি,
আমি নিঃস্বার্থ শহর চাই, চাই, চাই!