বুকের বামপাশের যন্ত্রণাটা আতশবাজির মতো ছড়িয়ে যাচ্ছে
বিস্ফোরিত হয়ে ছড়িয়ে যাচ্ছে চারিদিক
দাঁতে দাঁত চেপে তবুও প্রতীক্ষায় থাকি, কীসের প্রতীক্ষা জানিনে।
ডানা ভাঙা ফড়িঙের মতো কেঁপে কেঁপে উঠছে প্রতিক্ষার চারপাশ
বুকের চারপাশ যেখানটায় বোমা বিস্ফোরণ হয়ে কেঁপেছিল
নিজের উপর রাগ হয়, আবার সহানুভূতি জাগে
কিন্তু, অভিমানের ফিলিংসটা নেই
কষ্ট হয়, ভীষণ যন্ত্রণা হয় ফোসকা পড়ার মতো যন্ত্রণা হয়
নিজের প্রতি এত অন্যায় কেন করি? নিজেকে জিজ্ঞেস করি
মাফ করো আমায়, নিজেই বলি মাফ! কীসের মাফ?
জমিদার জমিদার মনে হয় নিজেকে
আমি আমাকে মাফ করার একমাত্র মালিক, আমি জানি আমি কী!
আমি মাফ করে দেই, আমাকে মাফ করে দেই।


০৬/০৩/২০২৪