কেন চলে গেলো?
কেন এমন হলো?
বলাটা খুব সোজা!
দূর হতে বুঝবে না তা।


জানে খালি'পা
কোথায় পেরেক পোতা!
মেয়ে তুমি
হিল পরে বুঝবে কী তা?


বেঁচে থাকতে কেউ
নাওনি তো খোঁজ!
কতটা পথ হেঁটেছে
দগদগে ক্ষত বুকে নিয়ে রোজ।


দিয়েছো কি কেউ
জুড়ে মনের সাঁকো!
যে গেছে তাকে কেন ডাকো?
যে আছে তাঁর খোঁজ কী রাখো?


যারা যায় তাঁরা জানে
বেঁচে থাকার নেই মানে!
উত্তর পাবে নিরবতা-সুনশানে
বলো, অবহেলা কত জন মানে?


বিদায়ের নেই কোনো জাত
বিন্দু আঘাত
আত্মহনন কিংবা মরণ
মৃত্যু সত্য, নয় অভিসম্পাত।


যা জানো তা তো অল্প
জানো কি মনের গল্প?
বিশাল পথে অল্প সদাই
পৃথিবীতে সব নাই, সব নাই।


হাসি মুখ হাসি চোখ
সব তো দেখানো লোক!
সুন্দর হোক, কঠিন হোক
বেঁচে থাকা মূখ্য হোক।


(তারিখ: ১৪/০৬/২০২০ খ্রি.)