বিরহ ছিল বিরহ আছে প্রহত অভিমান
সুদূরতম বিরহে বাঁধি তোমার ছবি খান।


নিকটে ছিলে নিকটে ছিলে বুঝিনি একা থাকা
সকলি আছ নিজের মত সকলি তবুও ফাঁকা।


আড়ালে আছো আড়ালে বাজো করুণাতম গান
বিরহ ছিল বিরহ আছে প্রহত অভিমান।


ঘাটেতে ছিল নৌকা বাঁধা ঘাটেতে ছিল সুখ
ঘাটের জলে সহসা দেখি তোমার কালো মুখ।


বানের টানে ছিঁড়লে দড়ি বুঝিতে পারিনি টান
বিরহ ছিল বিরহ আছে প্রহত অভিমান।


সুদূরে গেলে সুদূরে আছো সুদূরে ভেজা চোখ
একাকী বসে চোখের জলে নিয়েছি মেনে শোক।


নিয়েছি তুলে সকল বাধা দিয়েছি খুলে প্রাণ
বিরহ ছিল বিরহ আছে প্রহত অভিমান।


কবিতাটি ২০০১ সালে রচিত এবং ২০০২ সালে চন্দ্রাবতী সাহিত্য পত্রিকায় প্রকাশিত।)